রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জাহেদুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) থেকে : দীর্ঘ ১ মাস আগে গ্যাস সংযোগ পাওয়ার পরও সামান্য একটি ক্রুটির জন্য উৎপাদনে যেতে পারছে না চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। সামান্য একটি ত্রুটির জন্য দীর্ঘ ১ মাস ধরে উৎপাদন বন্ধ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই সারকারখানায়। এর আগে বিগত ২০১৫ সালের ৩১ জানুয়ারি সার উৎপাদন বন্ধ হয়ে যায় এই কারখানায়। পরে ইতালীয় এক্সপার্ট দিয়ে ৫০ কোটি টাকা ব্যয়ে রিঅ্যাক্টর রিলাইনিং এবং এর সাথে কুলিং টাওয়ারের কাজও সম্পন্ন করা হয়। সংস্কার কাজ সম্পন্ন করে গত ১৯ জানুয়ারি গ্যাস সরবরাহ করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। কারখানায় সরবরাহ করা গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন প্রক্রিয়ায় নতুন করে সমস্যা দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি একই রিঅ্যাক্টরে আবার লিকেজ দেখা দেয়। ফলে উৎপাদনে যেতে যেতেও আবার বন্ধ হয়ে যায় কারখানা। রিঅ্যাক্টর সমস্যার ১মাস পার হলেও আজো রিঅ্যাক্টরের লিকেজ মেরামতের সিদ্ধান্ত নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিইউএফএল এর সিবিএ সভাপতি নাসির উদ্দিন জানান, সামান্য ত্রুটি মেরামতের সিদ্ধান্ত নিতে যদি এত দিন লাগে তাহলে আমরা যাব কোথায়। তিনি বলেন, বিভিন্ন অজুহাতে বছরের পর বছর ধরে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ থাকায় এটি এখন হুমকির মুখে পড়েছে। জানতে চাইলে কারখানার জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) সালেহ আহমেদ ইনকিলাবকে বলেন, সোমবার বিসিআইসি ভবনে আয়োজিত সভায় এই কারখানার রিঅ্যাক্টরসহ আনুষঙ্গিক মেরামতের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন অপেক্ষার পালা। সূত্রমতে, ১৯৯৬ সাল থেকে এখন পর্যন্ত কখনো গ্যাস সরবরাহ বন্ধ কখনো বা যান্ত্রিক ত্রুটির জন্য বছরের পর বছর ধরে এই সার কারখানায় উৎপাদন বন্ধ থাকছে। এতে হাজার কোটি টাকা লোকসান হয়েছে রাষ্ট্রয়ত্ত এই প্রতিষ্ঠানটির। সর্বশেষ ২০১৫ সালের ৩১ জানুয়ারি প্লান্টের রিঅ্যাক্টর ত্রুটির কারণে কারখানায় উৎপাদন বন্ধ হয়। প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া ও ১ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্র নিয়ে ১৯৮৫ সালে এ কারখানাটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর প্রবেশদ্বার আনোয়ারার রাঙ্গাদিয়ায় স্থাপন করা হয়েছিল। কারখানা স্থাপনের পর থেকে এক দশক উৎপাদন সচল ছিল। কিন্তু ১৯৯৬ সাল থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করা শুরু হয়েছিল বলে জানা গেছে। এ ছাড়া ১৯৯৭ থেকে শুরু হয় ছোটখাটো যান্ত্রিক ত্রুটি। এর মধ্যে ইউরিয়া রিঅ্যাক্টর লিকেজই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ ও ইউরিয়া রিঅ্যাক্টর লিকেজজনিত কারণে ২০১৫ সালের ৩১ জানুয়ারি থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।