রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নয়াবাড়ি এলাকয় মহিউদ্দিন টাওয়ারে আক্তার রাইস এজেন্সির গোডাউন থেকে সরকারি ৪৪ বস্তা চাল ও ১০০ বস্তা আটা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আক্তার রাইস এজেন্সির মালিক মোঃ আক্তার হোসেন ও মোঃ ইস্রাফিল শেখ নামে দুইজনকে আটক করে থানা পুলিশ। গতকাল শনিবার তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক শরিফুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে চুনকুটিয়া নয়াবাড়ি এলাকায় মহিউদ্দিন টাওয়ারের নিচ তলায় আক্তার রাইস এজেন্সির গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে তল্লাশি করে আমরা সেখান থেকে সরকারি ৪৪ বস্তা চাল ও ১০০ বস্তা আটা উদ্ধার করি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আক্তার রাইস এজেন্সির মালিক মোঃ আক্তার হোসেন ও মোঃ ইস্রাফিল শেখকে আটক করা হয়। ১৭ টাকা কেজি দরে জন প্রতি ৫ কেজি চাল এবং ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি আটা বিক্রিতব্য প্রকল্পের সরকারিভাবে বরাদ্দকৃত এসব খাদ্যদ্রব্য অবৈধভাবে ক্রয় করে বেশি দামে বিক্রি করার জন্য সে তার গোডাউনে মজুদ করে রেখেছিল। আমরা কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমানের উপস্থিতে উদ্ধারকৃত খাদ্যের জব্দ তালিকা করি। এ ব্যাপারে কেরানীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমান জানান, আমার উপস্থিতে গোডাউনের তালা খুলে সরকারি চাল ও আটা উদ্দার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।