রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা : আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনার জের ধরে রায়পুর উপজেলায় স্বে^চ্ছাসেবক লীগের অফিসে ছাত্রলীগের ক্যাডারদের হামালা-ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবর রাত ১০টার দিকে উপজেলা চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, হায়দরগঞ্জ বাজার এলাকার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদ এবং চরআবাবিল ইউনিয়র ছাত্রলীগের সম্পাদক আনারুল কবির আজিজের সাথে রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে ছাত্রলীগ নেতা আজিজ ৩০-৩৫ জন নেতাকর্মী নিয়ে পাপেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দিয়ে মিছিল করে হায়দরগঞ্জ বাজারে। মিছিল শেষে আজিজ বাজারের স্বেচ্ছাসেবক লীগের অফিসে যায়। খবর পেয়ে পাপেল ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগে ১৫-২০ ক্যাডার নিয়ে দেশিও অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে তার নেতৃত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অফিসে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক তানভির হায়দর চৌধুরী রিংকু বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও তার ক্যাডাররা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে তাÐব চালিয়েছেন। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন না রিসিভ করায় তার বক্তব্য পাওয়া য়ানি। তবে সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি বলেন, ছাত্রলীগ হয়ে নিজ দলীয় অফিসে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা জানাই এবং ঘটনার তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।