রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আশুগঞ্জে নাটাল ব্রিজের পানি নিষ্কাশন ড্রেনের মুখের মেঘনা নদীর পাড় থেকে গতকাল শনিবার দুপুর ১২টায় এক অজ্ঞাত মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, শনিবার সকাল ১০টায় আশুগঞ্জ মেঘনা নদীর তীরে এক অজ্ঞাত মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় সেলিম নামে এক ব্যক্তি। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা কোনো এক সময় অজ্ঞাত মহিলাকে খুন করে ৪/৫ দিন আগে আশুগঞ্জে পুরাতন ফেরীঘাটের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ড্রেনের ভেতর ফেলে রেখে যায়। শনিবার সকালে প্রচÐ বৃষ্টিতে পানির বেগে পানির সাথে বস্তাবন্দি লাশটি মেঘনা নদীর তীরে বের হয়ে আসে বলে অনেকেই ধারণা করছে। তবে মহিলার দুই পা বাধা ছিল। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, অজ্ঞাত মহিলার লাশের মুখে, মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।