Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে শোভাযাত্রা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা আ.লীগ অফিসে আনুষ্ঠানিকভাবে জাতীয়, দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নাটোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও ছাতনী গণকবরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আ.লীগ অফিস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক সৈয়দ মুর্তোজা আলী বাবলু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব। একইভাবে নানান কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের বিভিন্ন উপজেলাতেও জাতীয় গণহত্যা দিবস পালিত হয়। এছাড়াও রানী ভবানী সরকারি মহিলা করেজ ও নাটোর মহারাজা জেএন হাই স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ