Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কালকিনিতে র‌্যালি ও আলোচনা সভা

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনিতে ভাবগম্ভীর পরিবেশে উদ্যাপন করা হয়েছে কালরাত গণহত্যা দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় হলরুমে আলোচনা সভা করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা সরদার লোকমান হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার। অপরদিকে উপজেলার শিকার মঙ্গল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগেও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মিয়ার হাটে শিকার মঙ্গল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ইউনিয়ন কমান্ডার আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার আবদুর রহিম, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার উদ্দিন মৃধা ও স্কুল শিক্ষক ফজলুল হক পাইক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ