Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীতে উপজেলা পরিষদের অনুমোদন সত্তে¡ও চেয়ারম্যান ও ইউপি সদস্যের যোগসাজশে ছিটমহলে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর মৌজার সঙ্গে সংযোজিত সদ্য বিলুপ্ত ভারতীয় ছিটমহল গারোলঝড়ায় ৪৭টি দরিদ্র পরিবার বসবাস করে আসছে। ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তির পর এই পরিবারগুলো বাংলাদেশী নাগরিকত্ব লাভের পর বিভিন্ন সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা পেয়ে আসা সত্তে¡ও বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ আলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শাহীন আলম যোগসাজশ করে প্রতিটি পরিবারে ভিজিডি কার্ড না দেয়ায় বর্তমান সরকার ও উপজেলা পরিষদের সম্মতির তোয়াক্কা না করে ছিটমহলে বসবাসরতদের সর্বাধিক সুবিধা প্রদানের কার্যক্রমকে বিতর্কিত করেছে। সরেজমিন তদন্তপূর্বক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ সুবিধা বঞ্চিত ছিটমহলের ২৯টি পরিবার তাদের কার্ড প্রদানের জন্য লিখিত অভিযোগ করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ছিটমহলে বসবাসরত ৪৭টি পরিবার বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে আসছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শাহীন আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ভিজিডি কার্ডের বিষয়ে চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক কার্ড বিতরণ করা হয়েছে। ছিটমহলে বসবাসরত কার্ড বঞ্চিতরা জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের টাকা না দেয়ার কারণে তারা ইচ্ছেমত কার্ড বিতরণ করে বাকি কার্ড অন্যত্র বিক্রি করেছে। অনতি বিলম্বে সরেজমিন তদন্তপূর্বক সরকারি ও উপজেলা পরিষদের সম্মতি বাস্তবায়নে ছিটমহলের প্রতিটি পরিবারের মধ্যে কার্ড প্রদানের দাবি করেছেন অভিজ্ঞমহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ