Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাটকা বিক্রির অপরাধে আটক ৩

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : জেলায় জাটকা বিক্রির অপরাধে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট নামক স্থান থেকে ২৯ মণ জাটকাসহ আজ সোমবার সকালে তিনজনকে আটক করা হয়।
আটকেরা হলেন, কাজীরচর গ্রামের মো. মিজানুর রহমান (৪০), আব্দুল জলিল (২৪) ও আরিফ হোসেন (২৩)।
বাবুগঞ্জ থানার এএসআই জাকির হোসেন জানান, মেহেন্দিগঞ্জ থেকে জাটকাগুলো বিক্রির জন্য বাবুগঞ্জে আনা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৮টি ড্রামে ২৯ মণ জাটকা জব্দ এবং ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক তিনজনকে সোমবার সকাল ১১টায় ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ