Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিমরাইল-মেঘনা ব্রিজ পর্যন্ত তীব্র যানজটে নাকাল যাত্রীরা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মূলে পরিবহন চাঁদাবাজি
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম রুটের সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত দীর্ঘ যানজটে নাকাল এই পথে চলাচলরত আরোহীরা। বৃহস্পতিবার শেষ রাত থেকে শুরু করে গতকাল (শুক্রবার) দুপুরেও এই যানজট অব্যাহত ছিল। স্থানীয়রা বলছেন, শিমরাইল মোড়ে চলন্ত গাড়ি থেকে চাঁদা আদায় এবং যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামা করানোর ফলে সৃষ্ট এই যানজটের। যা একটা সময় দীর্ঘ যানজটে রূপ নেয়। এ অবস্থা দীর্ঘদিনের হলেও প্রতিকারে এগিয়ে আসছে না সংশ্লিষ্টরা। জানা গেছে শিমরাইল মোড়ে অন্তত ৩০-৩৫টি দূরপাল্লার কোচ সার্ভিসের কাউন্টার, অভ্যন্তরীণ রুটের কাউন্টার রয়েছে, আরও অন্তত ২০-২৫টি। এছাড়া রয়েছে ট্রাকস্ট্যান্ড। শুধু তাই নয়, অবৈধ টেম্পু, লেগুনা স্ট্যান্ডসহ রয়েছে সিএনজি অটো রিকশার স্ট্যান্ড।
ক্ষমতাসীন দল ও ট্রাফিক বিভাগের ছত্রছায়ায় এসব স্ট্যান্ড ও কাউন্টার গড়ে উঠেছে এখানে। প্রতিদিন এসব স্ট্যান্ডসহ দুরপাল্লার গাড়ি থেকে অন্তত দুই লক্ষ টাকা চাঁদা আদায় হয়। এসব চাঁদাবাজির কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগিরা।
সরেজমিনে ঘুরে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে যানজট। যানজটের মূল কেন্দ্র স্থল শিমরাইল মোড় ও কাঁচপুর পয়েন্ট। এই দুইস্থানে দূরপাল্লার গাড়িসহ অভ্যন্তরীণ রুটের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে যানজটের।
এই রুটে চলাচল যাত্রীরা বলছেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই রুটে যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার দিন থেকেই থেমে থেমে যানজট। একজন যাত্রী বলেন, শিমরাইল থেকে কাঁচপুর যেতে তার সময় লেগেছে দেড় ঘণ্টা! অথচ এটুকু রাস্তা পার হতে সর্বোচ্চ সময় লাগার কথা ৫ মিনিটেরও কম। কুমিল্লার দাউদকান্দির এক যাত্রী জানান, তিনি শুক্রবার ভোরে সায়েদাবাদ থেকে গাড়িতে উঠেছেন। দুপুর পর্যন্ত শিমরাইলই পার হতে পারেননি। গাড়ি একটু নড়ে তো আধাঘণ্টা আবার থেমে থাকছে। এই অবস্থায় সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত তিনি এসেছেন। দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, তিনদিনের সরকারি ছুটির কারণে গাড়ির চাপ একটু বেশি। অনেকেই গ্রামে যাচ্ছেন। অনেকটা ঈদের মত অবস্থা। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে খুব শিগগিরই যান চলাচলের গতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ