Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশ আওয়ামী লীগের পতাকা তলে চলে আসছে -বজলুল হক হারুন এমপি

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:১৫ পিএম, ২৪ মার্চ, ২০১৭

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ধর্মবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি ০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ- সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন বলেছেন, সারা বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে চলে আসছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ সুখে শান্তিতে বাস করছে বিধায় সাধারণ মানুষসহ অন্য দলের নেতা কর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দূর্গ গড়ে উঠেছে। সততা ও নিষ্ঠার কারণে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে তথ্যপ্রযুক্তি তরান্নিত হয়েছে।
সজীব ওয়াজেদ জয়ের প্রসংশা করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পুত্র জয় আমরা তাই সৌভাগ্যবান। তিনি গতকাল কাঠালিয়া উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে¡ আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহŸায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডা. শরিফ মো. ফয়েজুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো. মাহমুদ হোসেন রিপন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. এমদাদুল হক মনির, থানার ওসি মো. জাহিদ হোসেন প্রমুখ।

 



 

Show all comments
  • Atiqur Rahman ২৫ মার্চ, ২০১৭, ১:৫৬ পিএম says : 0
    Look at supreme court bar election and pls don't tell a lie
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ