বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দিনাজপুরে কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা হামলা মামলার ২ পলাতক আসামি জেএমবির মো. জাকির হোসেন ও মো. মানিক মিয়াকে পুলিশ ১৬ মাস পর গ্রেফতার করেছে। জাকিরের স্বীকারোক্তি মোতাবেক একই উপজেলার নশরতপুর গ্রামের বাড়ি থেকে ১০টি ককটেল, ২টি ধারালো ছোরা ও ১১টি জিহাদি বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২ জেএমবি সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাদের আদালতে তোলা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭দিন করে রিমান্ড আবেদন করা হবে।
বৃহস্পতিবার রাতে দিনাজপুরের ডিবি পুলিশের একটি দল চিরিরবন্দর থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানে ২জেএমবি সদস্য নশরতপুর ডাঙ্গাপাড়ার আজিজুর রহমানের পুত্র জাকির হোসেন ও নশরতপুর মাছুয়াপাড়ার হানিফ মিয়ার পুত্র মো. মানিক মিয়াকে গ্রেফতার করেন। নব্য জেএমবির ২ সদস্য ২০১৫ সালের ৫ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলার পলাতক আসামি।
দিনাজপুর ডিবির ওসি মো. মনিরুজ্জামান জানান, জঙ্গি জাকির ও মানিকের বিরুদ্ধে শুক্রবার চিরিরবন্দর থানায় আরো একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন ডিবির এসআই বজলুর রশিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।