Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৫ মহিলা-পুরুষ মাদক : ব্যবসায়ীর পুলিশের কাছে আত্মসমর্পণ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : হিলি সীমান্তকে মাদকমুক্ত করতে পুলিশের সাঁড়াশী অভিযান চলছে। সীমান্তের ৪৫ জন পুরুষ-মহিলা মাদক ব্যবসায়ী তাদের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হাকিমপুর থানা পুলিশ ২৩ জন মহিলাকে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে হাকিমপুর থানায় ওই আত্মসমর্পণকারী ২৩ মহিলা মাদক ব্যবসায়ীর মাঝে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রত্যেকে সেলাই মেশিন প্রদান করেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।
উক্ত অনুষ্ঠানে এলাকার ২২ জন কিশোর-যুবক মাদক বিক্রি ও সেবন ছেড়ে দিয়ে দিনাজপুর পুলিশ সুপারের কাছে আত্মসমপর্ণ করে।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ ও (ক্রাইম) মিজানুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার এ, এইচ, এম ফয়জুর রহমান, ওসি আব্দুর সবুর, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি হারুন-উর-রশিদ হারুনসহ অনেকে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ