Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক বিক্রেতাদের হামলায় আহত ১০

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটে মাদক বিক্রেতাদের হামলায় স্থানীয় মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সভাপতিসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী মন্নারা বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সন্ত্রাসী হামলার পর থেকে মন্নারা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মন্নারা বাজারে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে। এর প্রতিবাদ করায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউছুফ, কসাই ইয়াছিন, মানিক, রবি ও খোকনের নেতৃত্বে ১৫/২০ জন মাদক ব্যবসায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদকবিরোধী সচেতন নাগরিক কমিটির সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, ছায়েদুল হক, মনির হোসেন, শহীদ, হিরণ, শাহজাহান, খন্দকার ইসমাইলসহ অন্তত ১০ জনকে কুপিয়ে-পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা গুটি কয়েক মাদক বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছি। বার বার পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়ার পরও কোন প্রকার সহযোগিতা পাওয়া যায়নি। পুলিশ মাদক বিক্রেতাদের পক্ষ নিয়ে আমাদের হয়রানি করছে। মাদক বিক্রেতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত মন্নারা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ