রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে আদালতের নির্দেশে থানা প্রশাসনের স্থগিতাদেশকৃত ভূমি থেকে জোরপূর্বক মাটি বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ছাতকের নোয়ারাই ইউপির বাতিরকান্দি গ্রামের ইসমাইল আলীর পুত্র লায়েক মিয়া বাদী হয়ে শারফিননগর মৌজার ১০টি দাগের ভূমি নিয়ে বিবিধ মোকদ্দমা নং ১০০/২০১৭ইং (ছাতক) দায়ের করেন। মামলার বাদী লায়েক মিয়ার মৌরসী ভূমি দাবি করে একই গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র জহুর আলীর বিরুদ্ধে অবৈধভাবে এসব কৃষি ভূমি জবরদখলের অভিযোগ করা হয়। এ মামলায় আদালত এসব ভূমির ওপর দঃবিঃ ১৪৪ ধারা জারি করেন। ছাতক থানার এএসআই আবদুল হালিম শিকদার স্মারক নং ২০৯, তাং ১০.০৩.২০১৭ইং মূলে দেয়া এক নোটিশে নি¤œ তফসিল বর্ণিত শারফিননগর মৌজার ১০টি দাগের ভূমি নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদী লায়েক মিয়া ও বিবাদী জহুর আলীসহ দুই পক্ষের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন। বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে দুই পক্ষের কাছে থানা প্রশাসন থেকে এ নোটিশ জারি করা হয়। নোটিশে আরো বলা হয়, শান্তি-শৃঙ্খলা ভঙ্গজনক কোনো কার্য করলে আইন মোতাবেক দুই পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ছাতক উপজেলার ৭৪ জেএলস্থিত শারফিননগর মৌজার ১৪৭নং খতিয়ানের ৬৯১, ৮৩৭, ৮৩৮, ৮৩৯, ৮৪০, ৮৫৩, ৮৫৪, ৮৫৮, ৮৫৯ ও ৬৭৭ ভূমি থেকে বিবাদী জহুর আলী ব্যাপক প্রভাব খাটিয়ে বিরোধীয় কৃষি ভূমি থেকে লাফার্জ সুরমা সিমেন্ট লিঃ-এর কাছে থানা ও আদালতের আদেশ উপেক্ষা করে লক্ষ লক্ষ টাকার মাটি বিক্রি করে যাচ্ছেন। এ নোটিশে শান্তি ভঙ্গজনক কার্য করলে দুই পক্ষের বিরুদ্ধে শাস্তির বিধানের কথা বলা হলেও আইন লঙ্ঘন করে প্রকাশ্য দিবালোকে এসব ভূমির মাটি কাটা হচ্ছে। কিন্তু থানা প্রশাসন রহস্যজনক কারণে জহুর আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। থানা প্রশাসনের এ রহস্যজনক নীরবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে চরম অসন্তেুাষ। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।