প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ ১২টি মনোনয়ন পেয়ে ৬টি বিভাগে অস্কার পেয়ে ৮৮তম আ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পুরস্কারের সংখ্যায় শীর্ষে আছে। তবে শ্রেষ্ঠ পরিচালক আর শ্রেষ্ঠ অভিনেতা বিভাগসহ তিনটি অস্কার পুতুল জয় করে নিশ্চিত করে সবচেয়ে সম্মানজনক অবস্থানে আছে ‘দ্য রেভেন্যান্ট’।
এই বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান থেকে লিওনার্ডো ডিক্যাপরিওর ভক্তদের প্রত্যাশা ছিল চরম। শীর্ষ সব চলচ্চিত্র স্বীকৃতি পেয়েছেন তিনি এবারসহ তিনবার গোল্ডেন গ্লোব পেয়েছেন। অস্কার মনোনয়ন পেয়েছেন এবারসহ ছয়বার। পেতে পেতে অনেকবার অস্কার ফসকেছে। এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেনি। ‘দ্য রেভেন্যান্ট’ চলচ্চিত্রে উনবিংশ শতাব্দীর এমন এক অভিযাত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার জায়গায় অস্কার জয় করলেন যাকে তার সঙ্গীরা মৃত মনে করে পেছনে ফেলে চলে যায়।
‘রুম’ চলচ্চিত্রে ছেলেকে স্বাভাবিক জীবন দেয়ার জন্য সংগ্রামরত এক ছোট ঘরে বন্দি এক মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার পেয়েছেন ব্রি লারসন।
শ্রেষ্ঠ পরিচালক হিসেবে আরেকবার অস্কার স্বীকৃতি পেলেন আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু, তিনি পরিচালনা করেছেন ‘দ্য রেভেন্যান্ট’। গত বছর তিনি একই বিভাগে ‘বার্ডম্যান অর (দি আনএক্সপেক্টেড ভার্চু অফ ইগনোরেন্স)’ চলচ্চিত্রটির জন্য অস্কার পেয়েছিলেন।
বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘ব্রিজ অফ স্পাইজ’ চলচ্চিত্রে এক রুশ গুপ্তচরের ভূমিকায় অবিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার অস্কার পেয়েছেন মার্ক রাইল্যান্স। ‘দ্য ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রে এমন এক পেইন্টারের ভূমিকায় অভিনয় করার জন্য অস্কার পেয়েছেন অ্যালিশিয়া ভিকেন্দার যার স্বামী একজন নারী হিসেবে জীবন যাপনের সিদ্ধান্ত নেয়।
হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৪টা, ২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ‘গ্রোন আপস’ চলচ্চিত্র সিরিজের তারকা এবং কৌতুক অভিনেতা ক্রিস রক এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন। এটি তার দ্বিতীয় অস্কার উপস্থাপনা।
এবিসি নেটওয়ার্ক ৮৮ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।
৮৮ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ যারা বা যে চলচ্চিত্রগুলো অস্কার পেয়েছে,
• সেরা চলচ্চিত্র : ‘স্পটলাইট’।
• শ্রেষ্ঠ অভিনেতা : লিওনার্ডো ডিক্যাপরিও (‘দ্য রেভেন্যান্ট’)।
• শ্রেষ্ঠ অভিনেত্রী : ব্রি লারসন (‘রুম’)
• শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : মার্ক রাইল্যান্স (‘দ্য ব্রিজ অফ স্পাইজ’)।
• শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : অ্যালিশিয়া ভিকেন্দার (‘দ্য ড্যানিশ গার্ল’)।
• সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘ইনসাইড আউট’।
• সিনেমাটোগ্রাফি : ইমানুয়েল রুবেজকি (‘দ্য রেভেন্যান্ট’)।
• কস্টিউম ডিজাইন : জেনি বিভান (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• শ্রেষ্ঠ পরিচালক : আলেহান্দ্রো গোনসালেস ইনিয়ারিতু (‘দ্য রেভেন্যান্ট’)।
• পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘এমি’।
• স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘আ গার্ল ইন দ্য রিভার : দ্য প্রাইস অফ ফরগিভনেস’।
• চলচ্চিত্র সম্পাদনা : মার্গারেট সিক্সেল (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘সান অফ সওল’ (হাঙ্গেরিয়ান ভাষা- হাঙ্গেরি)।
• মেকআপ ও হেয়ারস্টাইলিং : লেসলি ভ্যানডারওয়াল্ট, এলকা ওয়ারডেগা এবং ডেমিয়ান মার্টিন (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘দ্য হেইটফুল এইট’- এনিও মরিকোন।
• সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : ‘রাইটিং অন দ্য ওয়াল’ (‘স্পেক্টার’)- সঙ্গীত : জিমি নেপস এবং স্যাম স্মিথ।
• শিল্প নির্দেশনা : কলিন গিবসন ও লিসা থমসন (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘বেয়ার স্টোরি’।
• স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘দ্য স্টাটারার’।
• সাউন্ড সম্পাদনা : মার্ক এ. মাঙ্গিনি এবং ডেভিড হোয়াইট (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• সাউন্ড মিক্সিং : ক্রিস জেনকিন্স, বেন রুডলফ এবং বেন অসমো (‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’)।
• ভিজুয়াল ইফেক্ট্স : ‘এক্স ম্যাকিনা’।
• চিত্রনাট্য (সংগৃহীত) : অ্যাডাম ম্যাকে চার্লস রুডল্ফ (‘দ্য বিগ শর্ট’, মাইকেল লুইসের নন-ফিকশন অবলম্বনে)।
• চিত্রনাট্য (মৌলিক) : টম ম্যাকার্থি ও জশ সিঙার (‘স্পটলাইট’)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।