Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিনামূল্যে চক্ষু পরীক্ষা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লায়ন্স ক্লাব অব মীরসরাই ও খুলশীর যৌথ উদ্যোগে মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৩০০ শিক্ষার্থীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রæপ নির্ণয় গতকাল শুক্রবার দিনব্যাপী সম্পন্ন হয়। এ উপলক্ষে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও লায়ন্স ক্লাব মীরসরাই-এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের সভাপতি লায়ন তাহের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, লায়ন্স মীরসরাই লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিয়া মোহাম্মদ হুমায়ুন। এছাড়া আরো বক্তব্য রাখেন লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি লায়ন মাহবুবুর রহমান পলাশ, সর্ব লায়ন যথাক্রমে রাখাল চন্দ্র নাথ, আবু বকর সিদ্দিক, রাশেদুল বারী শিবলু, লায়ন ফেরদৌস কবির মিশু, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোছাইন সবুজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাচা মিয়া ও দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ