Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু ও মানবপাচার প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় গণমাধ্যমকর্মীদের নিয়ে শিশু পাচার প্রতিরোধ ও মানবপাচার আইন-২০১২ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের ইন্ডিয়ান মাস্যালা নামের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প পরিচালক মালিহা সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অর্ডিনেটর এড. এবিএম মহিদ হোসেন, মহিলা আইনজীবী সমিতির যশোরের প্রতিনিধি এড. নাছিমা খাতুন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাতক্ষীরার প্রতিনিধি সাকিবুর রহমান প্রমুখ। কর্মশালায় দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সমকাল ও এটিএন বাংলার এম কামরুজ্জামান, যুগান্তরের সুভাষ চৌধুরি, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চুসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ