Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অপহৃত শিশুর গলা কাটা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জে অপহৃত প্রথম শ্রেণীর ছাত্র হানজালা নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতকের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টায় পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে ঘাতককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ও শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরফসোনামনি গ্রামের দিনমজুর মো. জাকারিয়ার ছেলে হানজালা (৬) পাড়াবাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। জাকারিয়ার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয় ছেলে হানজালা। গত মঙ্গলবার সকালে হানজালা বন্ধুদের সাথে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও হানজালা বাড়ি ফিরে আসেনি। পরে হানজালার পরিবার ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করে। মাইকিং করার পর গত বুধবার বিকেলে কয়েকজন ব্যক্তি হানজালার বাড়িতে গিয়ে হানজালাকে পাশের বাড়ির আবদুর রহিমের ছেলে চানাচুর বিক্রেতা মুস্তাকীমের (২৫) সাথে দেখতে পায় বলে জানায়। ওই খবর পেয়ে বুধবার রাতে হানজালাদের বাড়িতে যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মামুন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মুস্তাকীমকে থানায় নিয়ে পুলিশের হেফাজতে দেন ইউপি চেয়ারম্যান। পুলিশের জিজ্ঞাসাবাদে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মুস্তাকীম পুলিশের কাছে শিশু হানজালাকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, একটি চুরির ঘটনায় সালিশে হানজালার বাবা জাকারিয়া মোস্তাকিমের বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় আর্থিক জরিমানা হয়। ওই ঘটনায় পুষে রাখা ক্ষোভে ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন পর কৌশেলে মোস্তাকিম হানজালাকে অপহরণ করে নিয়ে যায় ও পরে পার্শবর্তী নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের পালাহার বালুয়াকান্দা গ্রামের নূরুল ইসলামের ভুট্টা ক্ষেতে শিশুটিকে নিয়ে চানাচুর বিক্রির কাজে ব্যবহৃত নিজের কাছে থাকা চাকু দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় হানজালার বাবা জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ