রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তাড়াইলে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত
তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে ২৮ প্রধান শিক্ষকসহ ৪৯ শিক্ষকের পদ শূন্য থাকায় মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলা কোমলমতি শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৮ জন প্রধান শিক্ষক ও ২১ জন সহকারি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ের ১০ বছরেও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া ৭০টি বিদ্যালয়ের মধ্যে কমপক্ষে ৪০টি বিদ্যালয়ের আসবাবপত্র ও অবকাঠামোগত উন্নয়ন না থাকায় শিক্ষার্থীদের মাঝে পাঠদান দারুণভাবে ব্যাহত হচ্ছে। ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাহিমা বানু জানান, তাঁর বিদ্যালয়ে ১০ বৎসর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দুইজন সহকারী শিক্ষক থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে অন্যজন ট্রেনিংয়ে রয়েছেন। তিনি একাই প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। তিনি আরো বলেন, অফিসিয়াল কাজে বাহিরে গেলে বিদ্যালয় বন্ধ করে যেতে হয়। পংপাচিহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সোহরাব হোসেন ভূঞা বলেন, প্রয়োজনীয় শিক্ষক, আসবাবপত্র ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে এ উপজেলায় বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল হক জানান, প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও সহকারী শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম দ্রæত সম্পন্ন হলে এ সমস্যার সমাধান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।