রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : মুক্তিপণের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে গতকাল শুক্রবার ভোরে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মÐলের ছেলে ফনি মÐল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার। ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মোনতেজ মোল্লার ছেলে করিম মোল্লা সাংবাদিকদের জানান, দু’দিন আগে কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দবনের ভিতরে মাছ ধরতে যান তারা। ভোরে বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে। এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।