Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে দুই জেলে অপহরণ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ২:১৫ পিএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : মুক্তিপণের দাবীতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে শুক্রবার (২৪ মার্চ) ভোরে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মণ্ডলের ছেলে ফনি মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের মোনতেজ মোল্লার ছেলে করিম মোল্লা সাংবাদিকদের জানান, দু’দিন আগে কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনের ভিতরে মাছ ধরতে যান তারা। ভোরে বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফি-জুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো পর্যন্ত কেউ কিছু জানায়নি। জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ