Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে পিক-আপের ধাক্কায় গৃহবধূ নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ২:১৪ পিএম | আপডেট : ২:১৬ পিএম, ২৪ মার্চ, ২০১৭

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কালীগঞ্জে পিক-আপ ভ্যানের ধাক্কায় আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার হারানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম একই উপজেলার ভদ্রখালী গ্রামের আবেদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে ভ্যানযোগে উপজেলা সদরে যাওয়ার পথে কালীগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের হারানের মোড় নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি পিক-আপ ওই ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ভ্যানে থাকা আরো কয়েকজন আহত হয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ