Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত

ময়মনসিংহ আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১০:৪৮ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে গিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির পর মারা যান আরও একজন।

নিহতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।

শহীদুর রহমান আরও জানান, ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। সিমেন্টের বস্তার নিচে হতাহত আর কেউ চাপা পড়ে আছেন কি-না, সে তল্লাশি চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ