প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনয় তারকা অপি করিম। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানটিতে রয়েছে পাঁচটি দেশাত্মবোধক গান। ব্যাপক আয়োজনে নির্মিত গানগুলিতে অংশগ্রহণ করেছেন দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত তারকারা। স্বনামখ্যাত গীতিকার গাজী মাজহরুল আনোয়ারের কথায়, আলী আকবর রুপুর সুরে একটি গানে কন্ঠ দিয়েছেন খ্যাতিমান কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। আমাদের সশস্ত্র বাহিনীর কয়েক হাজার সদস্য এই গানটির চিত্রায়নে সহযোগিতা করেছেন। বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও শাম্মী আক্তারের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান ও নির্ঝর গেয়েছেন মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেত এর সুর করা একটি গান। সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতম হাসান। মহান বীরাঙ্গনাদের নিয়ে আর একটি গান গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। গানটির কথা লিখেছেন মেজর (অবঃ) আনিস-উল-ইসলাম এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। গানটির কথা ও সুর লুৎফর হাসান এর। মোঃ জামালউদ্দিনের কথা ও নাসির এর সুরে অনুষ্ঠানে আর একটি গান গেয়েছেন বরেণ্য শিল্পী রফিকুল আলম। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ২৬ মার্চ, রবিবার-রাত ৯:১৫ মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।