প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকা-ে জড়িয়ে পড়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ক্রাইম রোড। কমল সরকারের কাহিনীতে এটি নির্মাণ করেছেন সায়মন তারিক। আজ সিনেমাটি মুক্তি পাচ্ছে। সায়মন তারিক বলেন, বেশ কিছুদিন ধরেই প্রেক্ষাগৃহে ভালো সিনেমা মুক্তি পাচ্ছে না। ক্রাইম রোড বর্তমান সময়কে ধারণ করেছে। তাই স্বাধীনতার মাসকেই সিনেমাটি মুক্তির জন্য ভালো সময় বলে মনে করছি। সিনেমাটিতে মোট ছয়টি গান রয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, প্রতীক হাসান, লেমিস। সংগীত পরিচালক আলী আকরাম শুভ এবং নৃত্য পরিচালনা করেছেন হাবিব। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহরিয়াজ, শরীফ চৌধুরী, শায়লা সাবি, বিপাশা কবির, সাদিয়া আফরিন, অমিত হাসান, বড়দা মিঠু, শামীম, সাঙ্গু পাঞ্জা, নুবিয়া প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।