Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় পিতার বিরোধের জের ধরে আক্রশমূলক ষষ্ঠ শেণির এক ছাত্রকে মারধর করে গুরুতর আহত করেছে এক শিক্ষক। এ ঘটনায় শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত দরখাস্ত করেছেন আহত ছাত্রের পিতা। জানা গেছে, উপজেলার ৩নং চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক (সহকারী শিক্ষক) রুস্তুম আলী গত ২২ মার্চ বুধাবার উল্লিখিত ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবালের পুত্র ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জাইদ ইকবালকে শ্রেণিকক্ষে বসে আক্রশমূলক মারধর করে। এতে জাইদ ইকবাল ডান চোখে ও ডান গালে প্রচ- আঘাতপ্রাপ্ত হয়। পরে মো. জাইদ ইকবালকে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সূত্র জানায়, ৪-৫ বছর পূর্বে জ্ঞানপাড়া খলিফারহাট মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক (সহকারী শিক্ষক) রুস্তুম আলী বিবাহিত হওয়া সত্ত্বেও একই বিদ্যালয়ের ৭ম শ্রেণির জনৈক ছাত্রীকে ফুঁসলিয়ে এলাকা ত্যাগ করে গোপনে বিয়ে করে। পরে ওই ছাত্রীর পিতা রুস্তুমের নামে মামলা দায়ের করে। একপর্যায় ওই ছাত্রীর পিতা বিবাহ মেনে নিলেও চরিত্রহীন রুস্তুম কয়েক মাস সংসার করে ওই ছাত্রীকে তালাক প্রদান করে। তখন ওই ছাত্রী যাতে ন্যায়বিচার পায় সে ব্যাপারে পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি জাফর ইকবাল বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সহযোগিতা করেন। একপর্যায় রুস্তুম আলী প্রায় এক বছরেরও বেশি সময় সাময়িক বরখাস্ত হয়। উক্ত বিরোধের জের ধরে আক্রশমূলকভাবে গত বুধবার শ্রেণিকক্ষে বসে সাংবাদিক জাফর ইকবালের পুত্র ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. জাইদ ইকবালকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারে রুস্তুম আলী। বিষয়টির ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেক নাজিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। এ ব্যাপারে রুস্তুম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাংবাদিক জাফরের ছেলেকে চিনিই না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ