Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে আলোচনা সভা

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ‘নদী খাল বিল হাওর রক্ষা কর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পানি দিবস-২০১৭। পানি দিবসকে ঘিরে তাড়াশ উপজেলায় বেসরকারি সংস্থা চলনবিল দুঃস্থ মহিলা সংস্থা (সিডিএমএস)-এর আয়োজনে ও বেসরকারি সংস্থা এএলআরডি সহযোগিতায় সকাল ১০টায় জাফর ইকবাল কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাফর ইকবাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সিডিএমএস-এর পরিচালক মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জাফর ইকবাল, জাফর ইকবাল বিজিনেস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ  সোলায়মান হোসেন কবির,  জাফর ইকবাল  কারিগরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক,  পল্লী মানবাধিকার সংঘ পরিচালক  সাইদুর রহমান সাইদ, নব উজ্জল যুব সংঘ পরিচালক, আব্দুল মতিন, এসডিএফ পরিচালক শফিকুল ইসলাম (সবুজ) প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ