Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জানা গেছে, রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন ওই স্কুলের দুই ছাত্রীকে প্রাইভেট পড়ার সময় তাদের শ্লীলতাহানির অভিযোগ করেছে ভুক্তভোগী দুই ছাত্রী। এ নিয়ে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগপত্র দিলেও বিগত এক বছরে কোনো সুরাহা মেলেনি। ফলে গত মঙ্গলবার অভিযোগপত্রগুলো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে। অভিযোগে জানা যায়, গত বছরের ৭ এপ্রিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাড়িতে প্রাইভেট পড়াতে যায় সহকারী শিক্ষক হেলাল উদ্দিন। এ সময় তাকে একা পেয়ে শ্লীলতাহানি ঘটায়। ঘটনার পর ওই ছাত্রী তার মা-বাবাকে ঘটনার বিষয়ে জানালে ৮ এপ্রিল প্রধান শিক্ষকের মাধ্যমে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগপত্র দাখিল করেন। একই ধরনের অভিযোগ ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী ১৩ এপ্রিল প্রধান শিক্ষক বরাবর দাখিল করেন। কিন্তু সেই সময়ের প্রধান শিক্ষক শহিদুল আলম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগপত্রগুলো গোপন রাখেন। কিন্তু ওই বছরের ১৪ আগস্ট হেলাল উদ্দিন স্কুল কর্তৃপক্ষের কাছে তার দোষ স্বীকার করে একটি অঙ্গীকারনামা প্রদান করেন। এদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করায় পুরাতন ঘটনাকে নতুন করে প্রকাশ করেছেন প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য অন্য আবেদনকারীরা। তিনি জানান, প্রধান শিক্ষক পদে আবেদনপত্র প্রত্যাহার করে নিলে উপরোক্ত অভিযোগ ধামাচাপা পড়ে যাবে। অন্যদিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোদা বিদ্যুতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগপত্রগুলো স্কুলে গোপন রাখা হয়েছিল, সেগুলো উদ্ধার করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে স্কুল কমিটির আলোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ