Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়ন আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদারসহ তার ভাই মোসারেফ হাওলাদার ও আসারফ হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা, আ.লীগের নেতাকর্মী সমর্থকসহ গ্রামবাসী। গত বুধবার বিকেলে পূর্ব মাইজপাড়া গ্রামে উক্ত প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভুক্তভোগী আবুল কাশেম হাওলাদার অভিযোগ করে বলেন, কাজী বাকাই ইউপি নির্বাচনে আমি আ.লীগের প্রার্থী ছিলাম। সেখানে আমার প্রতিপক্ষ ছিল নূর মোহাম্মদ হাওলাদার। সেই জের ধরে নূর মোহাম্মদ আমার আরেক প্রতিদ্বন্দ্বী আঃ হাকিম তালুকদারকে নিয়ে আমি ও আমার পরিবারের ওপর ষড়যন্ত্রের পাশাপাশি অপপ্রচার চালাচ্ছে। এমনকি আমার সহজ সরল ভাতিজি সালমাকে নিয়েও ষড়যন্ত্র করছে। তারা আমাদের জমিজমা পর্যন্ত দখল করতে চায়। এ ব্যাপারে আদালতে মামলা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ