Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইক্ষ্যংছড়িতে জঙ্গি সন্দেহে আটক ২

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ৫:৪৪ পিএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জঙ্গি সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর বাইশারী ও পূর্ব বাইশারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উত্তর বাইশারী এলাকার মো. আলম (৪৫) ও পূর্ব বাইশারীর মো. রফিক (২৬)।

পুলিশ জানায়, সকালে গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী তিন জনকে ধরা হয়। জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ দাশ জানান, সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বাইশারী তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ