Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোয়েব-মমর ‘ভালোবাসার অপূর্ণতা’ আজ

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ২৩ মার্চ, ২০১৭

স্টাফ রিপোর্টার : সংসারজীবন শুরু করেছেন শোয়েব ও জাকিয়া বারী মম। তাদের সংসার ভালোই চলছিলো। তাদেরকে দেখলে যে কারোরই হিংসা হবে কারন তারা খুব সুখী এক দম্পতি যাদের কোনো অভাব নেই। কিন্তু কিছু দিনের মধ্যেই শোয়েব তার ব্যবসায় একটা বড় ধরনের লোকসানে পড়ে যায়ে। কোনো ভাবে সে নিজেকে সামলে উঠতে পারছেনা, আর ঠিক সেই মুহূর্তে ব্যাংক ম্যানেজার ব্যাংকের ঋণ পরিশোধের জন্য চাপ দিলে শোয়েব তার পরিচিত ব্যবসায়ী আব্বাসের কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা লোন নেয়। ব্যবসায়ী আব্বাস তাকে ঋণ পরিশোধের সময় বেঁধে দেয় আর জানিয়ে দেয় এই সময়ের মধ্যে সব টাকা ফেরত না দিলে সে অন্য পথ অবলম্বন করবে। এ সকল সমস্যার কথা শোয়েব মমকেও বলতে পারছেনা। এই সমস্যার মধ্যেই শোয়েব ও মম পালন করে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। পরের দিন দুপুরে শোয়েব যখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত ঠিক তখনই মম’র মোবাইলে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসলে সে রিসিভ করে। কলদাতা মম’কে তার ভাইয়ের মৃত্যু রহস্য বলার জন্য আসতে বলে। ঐ রাত্রে অফিসে থেকে ফেরার পথে শোয়েব খুন হয়। ঘটনার এ পর্যায়ে মম পাগলের মতো হয়ে যায়, কারো সাথে ঠিক মতো কথা বলেনা শুধুমাত্র নাঈম ছাড়া। কারন নাঈদ তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এবং একই সাথে শোয়েব ও মম’র ভালো বন্ধু। শোয়েবের খুনের মামলা সি.আই.ডি-তে ট্রানাসফার হয়। সি.আই.ডি’র দায়িত্বপ্রাপ্ত অফিসার আস্তে আস্তে খুনের ঘটনার রহস্য খুলতে শুরু করে যা সবাইকে হতবাক করে দেয়...। ফেরারী অমিত এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এতে শোয়েব অভিনয় করেছেন নেহাল চরিত্রে, আর জাকিয়া বারী মম করেছেন তানহা চরিত্রে। টেলিফেল্মে আরো অভিনয় করেছেন নাঈম (হাসান), জুয়েল জহুর (রোমেল) প্রমুখ। ভালোবাসার অপূর্ণতা টেলিফিল্মটি প্রচার হবে এটিএন বাংলায় আজ ২৩ মার্চ, বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ