Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাফাতের আধ্যাত্মিক গান মাটির মানুষ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ‘মাটির মানুষ’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন সুফী গায়ক শাহরিয়ার রাফাত। সম্প্রতি গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করেছে মোশন রক এন্টারটেইনমেন্ট। গানটি চিত্রায়ন করা হয়েছে পুরান ঢাকার ঐতিহাসিক ‘দরবারে মাস্তান শরীফ- দয়াল বাবা সৈয়দ হযরত হাফেজ মোঃ আব্দুর রশিদ মাস্তান (রঃ)’-এর মাজার শরীফে। ‘মাটির মানুষরে তোরা, করিস না রে বাহানা/ তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন’। এমন কথার গানটি  লিখেছেন আদিল। সুর ও সংগীত করেছেন রাফাত নিজেই। গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী রাফাত বলেন, ‘গানটি পুরোপুরি আধ্যাত্মিক ঘরনার গান। গানটিতে মানুষকে সুন্দরের পথে আসার জন্য আহ্বান করা হয়েছে। আর ভিডিও নির্মাণেও দেখানো হয়েছে নানা চমক। শ্রোতাদের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস।’ গানটির ভিডিও দেখা যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ