Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের টেলিফিল্মে বিপিএল উপস্থাপিকা পামেলা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সেমি ফাইনালিস্ট ছিলেন পামেলা সিং ভুতোরিয়া। এরপর জড়িয়েছেন স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভির অনুষ্ঠান উপস্থানায়। বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও তিনি পরিচিত মুখ। গত ২০১৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপস্থাপনা করছেন তিনি। এবার তিনি অভিনয় করছেন বাংলাদেশের একটি টেলিফিল্মে। রোজার ঈদ উপলক্ষে নির্মিতব্য ‘অনুপমা’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করবেন পামেলা। আলম আশাদ মিন্টু পরিচালিতব্য এতে তাকে দেখা যাবে অভিনেতা সজলের বিপরীতে। পামেলা সিং ভুতোরিয়া জানান, টেলিল্মের ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। গল্পটি পড়েছি। খুবই চমৎকার লেগেছে। এর নাম ভূমিকায় ডাক্তার চরিত্রে কাজ করব। আমি সাধারণত কাজের মানকে প্রাধান্য দিয়ে থাকি। সেদিক থেকে আশা করছি খুব ভালো একটা অভিজ্ঞতা হবে অনুপমা টেলিফিল্মে। তিনি বলেন, বাংলাদেশ বরাবরই আমার দ্বিতীয় পছন্দের দেশ। বহুবার বাংলাদেশে গিয়েছি। ওখানে অনেক বন্ধু আছে আমার। গত বছর বিপিএল উপলক্ষে অনেকটা সময় কাটিয়েছি ঢাকা-চট্টগ্রামে। সেখানে অনেক মজার স্মৃতি আছে। বাংলাদেশে কোনো কাজের সুযোগ হলেই ভালো লাগে। পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শূটিং শুরু করব। কলকাতায় টানা দুইদিন ও ঢাকায় একদিন হবে দৃশ্যধারণ। উল্লেখ্য, এর আগে পামেলা সিং ভুতোরিয়া নগর বাউল খ্যাত জেমসের সঙ্গে একটি এনাজিং ড্রিংকসের বিজ্ঞাপনে কাজ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ