Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফে ২৯ লাখ ৯৭ হাজার ৯শ’ টাকা মূল্যের ৯,৯৯৩ পিস ইয়াবাসহ নূর ইসলাম (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সে মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার রহিঙ্গাদং গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, ২২ মার্চ ভোরে গোপন সংবাদে জানতে পারে, মিয়ানমার থেকে একটি চালান দমদমিয়া কেয়ারীঘাট বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশ প্রবেশ করবে। এসময় একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে বিজিবি টহল দলের সম্মুখে আসলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯,৯৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ ও অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা সোপর্দ করা হয়েছে।
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ নুরুল আলম নামের কুখ্যাত এক ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার রাতে টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে’র কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নুরুল আলম ডাকাতকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বাসায় অভিযান চালিয়ে ৮টি দেশীয় অস্ত্র ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়। আটক নুরুল আলম দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় বিদেশি ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।
এছাড়াও ডাকাত নুরুল আলম ২০১০ সালের কুদুম গুহার বিদেশি পর্যটক মিস ক্যারিনা ধর্ষণ মামলার প্রধান আসামি। ডাকাতির পাশাপাশি সে ইয়াবা ব্যবসায়ও জড়িত বলে অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আটককে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ