Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ড. মোশাররফ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

২০১৪ সালের নির্বাচনে মানুষকে ধোকা দেয়া হয়েছিল
ফরিদপুর জেলা সংবাদদাতা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে নির্বাচনের নামে এদেশের মানুষকে ধোকা দেয়া হয়েছিল। আওয়ামী লীগ ওই নির্বাচনকে নিয়মরক্ষার নির্বাচন দাবি করে পরবর্তীতে নির্বাচন দিতে চেয়ে পরবর্তীতে প্রতারণা করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া শিগ্রই নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবেন, সেই রূপরেখা অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশে খুন, গুম ও লুন্ঠনের রাজত্ব কায়েম করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ