Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামের প্রবাসী শামসুল হুদা হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের প্রবাসী শামসুল হুদাকে অপহরণের পর হত্যা মামলায় তিন আসামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। গতকাল বুধবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী। তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের এপিপি এডভোকেট সৈয়দা রেখা।
দÐপ্রাপ্ত আসামিরা হলেনÑ চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে শিপন মজুমদার ওরফে রিপন (২৪), বাতিসা ইউনিয়নের আটগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২২) এবং নগরীর চাঁনপুর বউ বাজার এলাকার মোঃ খোকন মিয়ার স্ত্রী মোসাম্মৎ তাসলিমা ওরফে সালমা (২৬)। রিপন আদালত থেকে জামিন পেয়ে বর্তমানে পলাতক রয়েছে।
কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র সূত্রে ও মামলার বিবরণে জানা যায়- চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার গ্রামের মৃত পেয়ার আহম্মদের ছেলে প্রবাস ফেরাত শামসুল হুদাকে (৩৮) দুর্বৃত্তরা ২০১৩ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে অপরহরণ করে মোবাইল ফোনের মাধ্যমে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এঘটনায় শামসুল হুদার বড় ভাই জসিম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কোতয়ালী মডেল থানায় একটি জিডি করেন। মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করায় ১২ ডিসেম্বর বেলা দেড়টার সময় কুমিল্লা হাউজিং স্ট্যাট এলাকায় বিবর্তন নামক বিল্ডিংয়ের ৫ম তলায় প্রবাসী শামসুল হুদা প্রকাশে শামসুকে গ্রিলের সাথে হাত-পা বেঁধে পুরো মুখে স্কচটেপ পেঁচিয়ে ও জবাই করে হত্যা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ