Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রাম নগরীর দৃশ্যমান পরিবর্তন হবে : চসিক মেয়র

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে চট্টগ্রাম নগরীর দৃশ্যমান পরিবর্তন হবে। মেয়র নগরবাসীর কাক্সিক্ষত চাহিদা, উন্নয়ন ও তার ভিশন বাস্তবায়নে সিভিল সোসাইটিসহ নগরীর সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেন। গতকাল (বুধবার) নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে জাপানের জাইকা’র অর্থায়নে সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে সিটি কর্পোরেশন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অবকাঠামো উন্নয়ন ও ইনক্লুসিভ নগর পরিচালনা কর্মসূিচ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে কর্পোরেশন এলাকার জন্য বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের নিয়ে গঠিত ১০৩ সদস্য বিশিষ্ট সিভিল সোসাইটি কো-অর্ডিনেশন কমিটির ৬ষ্ঠ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সহযোগিতা কামনা করেন। সভায় কমিটির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, কমিটির সদস্য কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ