বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : আজ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির সয়লাব চলছে। যেন এটি একটি সামাজিক কালচার। কোনো মানুষ সরকারী-বেসরকারী অফিস-আদালতে দুর্নীতির বেড়াজাল থেকে রেহাই পাচ্ছে না। এমনকি আগামী প্রজন্মকে বিপথগামী করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এখন বিভিন্নমুখী অনৈতিক কর্মকান্ড ও দুর্নীতির প্রশিক্ষণ চলছে যার ফলশ্রুতিতে এখন দেশ, জাতি ও ধর্মের মেরুদন্ড ভেঙে দেয়ার জন্য চলছে সন্ত্রাস ও জঙ্গিবাদের হরেক রকম মহড়া। আর এই অশুভ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে শত শত বছরের পরীক্ষিত দেওবন্দভিত্তিক কওমী শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তার ঘটাতে হবে পাড়ায় পাড়ায় কুরআনী মক্তব ও কুরআনী কওমী মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। যেখান থেকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত অনৈতিক চিন্তা-চেতনামুক্ত সোনার মানুষ গড়ে উঠবে।
যারা সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে। কোনো দুনিয়াবী লোভ, লালসা, ভয়ভীতি তাদের টলাতে পারবে না। পারবে না তাদের সামনে মানুষের নৈতিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে। দেশের স্বাধীনতা এবং ধর্মীয় ঐতিহ্য রক্ষায় তারা থাকবে অতন্দ্র প্রহরীর ভ‚মিকায়। আল-ইহসান মাদরাসা সেই মানুষ তৈরির একটি ব্যতিক্রমধর্মী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান।
গতকাল মিরপুরের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল ইহসান মাদরাসা ঢাকার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী উপলক্ষে প্রিন্সিপাল মাওলানা ফজলুল করীম কাসেমীর সভাপতিত্বে বার্ষিক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় আল্লামা নূর হোছাইন কাসেমী একথা বলেন।
তিনি বলেন, কওমী শিক্ষা ব্যবস্থায় আল্লাহ ও তার প্রিয় রাসূল (স.) প্রদত্ত কুরআন ও হাদীসের সঠিক শিক্ষা ও তার বাস্তব আমলী প্রশিক্ষণ দেয়া হয়। এখানে দুনিয়াবী কোনো লোভ-লালসা পদপদবীর লড়াই আর অসৎপথে অর্থ উপার্জনের কোনো সুযোগই নেই।
সুতরাং কওমী শিক্ষা ব্যবস্থাই সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সক্ষম। উক্ত সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, প্রখ্যাত কলমসৈনিক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী। তিনি বলেন, এদেশের মানুষ আলেম-উলামা ও মসজিদ মাদরাসাপন্থী তথা আল্লাহমুখী। কোনো ষড়যন্ত্রই জনগণকে আলেম-উলামাদের বিপক্ষে দাঁড় করানো সম্ভব নয়। দেশের ধর্মভীরু মানুষ আর উলামায়ে-কেরামকে ঘুমে রেখে হিন্দুত্ববাদী সিলেবাস, পবিত্র স্থানে মূর্তিস্থাপন আর জঙ্গিবাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করা যাবে না। এসব ধর্ম ও দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করেত যা যা দরকার সবকিছুই করার জন্য ঈমানদীপ্ত জনগণ প্রস্তত রয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা জুনায়েদ আল হাবীব হযরত মাও: আজীজুল হক ইসলামাবাদী কুরআনে পাক থেকে তিলওয়াত করেন আশ্ শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারী, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান, মাও: আব্দুল কুদ্দুস, মাও: আ: সালাম, আলহাজ শাহ-জাহানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।