বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ স্কুলছাত্রী বখাটেদের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। গত ১৯ মার্চ সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ইউনুস আলী বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, নোয়াগাঁও গ্রামের ইউনুস আলী সপরিবারে রাজেন্দ্রপুর কাজল মিয়ার বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় পদ্মা কারখানায় চাকরি করেন। ইউনুস আলীর কন্যা স্থানীয় রাজেন্দ্রপুর বাজারের মেধাবিকাশ স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রী (১৩)। সে গত ১৯ মার্চ সন্ধ্যায় পার্শ্ববর্তী বান্ধবীর বাড়ীতে গাইড বই আনতে যাওয়ার সময় একই এলাকার মনির মোল্লার পুত্র বখাটে সিহাব মোল্লাহ ও তার অপর ২ সহযোগী তাকে মুখ চেপে ধরে গজারি বনের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী ধস্তাধস্তি শুরু করলে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারপিট করে ও তার পরনে থাকা স্বর্ণালংকার নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রহমান ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়। ঘটনাটি জানাজানি হয়ে গেলে প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা শুরু করে।
ছাত্রীর বাবা ইউনুস আলী জানান, আমি থানায় অভিযোগ করার পর থেকে স্থানীয় আশকর আলী মাস্টারের নেতৃত্বে ২২ মার্চ মঙ্গলবার রাতে আশকর আলী মাস্টারের গোডাউনের সামনে গ্রাম্য সালিশ বসে। সালিশে ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা হওয়ার প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রভাবশালীরা আমাকে ও আমার মেয়েকে ঘর থেকে বের হলে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
ছাত্রীর মা সোনাবানু জানান, প্রভাবশালীদের হুমকির কারণে আমরা আমাদের মেয়েকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছি। লজ্জায় ও অপমানে আমার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
স্থানীয় মাতাব্বর আশকর আলী মাস্টার জানান, আমি কোন সালিশ করিনি এবং টাকা-পয়সার বিনিময়ে মীমাংসা হওয়ার কোন কথা বলিনি।
রাজেন্দ্রপুর মেধা বিকাশ স্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন খান জানান, ঘটনার পর থেকে ছাত্রী স্কুলে আসেনি। আমাদের স্কুলের ছাত্রীর ওপর এমন ঘটনা যে ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আমিনুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।