Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজাপুরে চাঁদা দাবি ও নির্মাণ সামগ্রী লুটের মামলায় ছাত্রলীগ সভাপতিসহ ২ জন জেলে

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ সংলগ্ন পশ্চিম পাশ এলাকার মো. আ. মন্নান খানের ক্রয়কৃত জমি দখলের পায়তারা, চাঁদা দাবি ও নির্মাণ সামগ্রীসহ মালপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবাদে গতকাল সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কাঠালিয়ার উত্তর চড়াইল গ্রামের মৃত সামসের উদ্দিন খানের ছেলে মো. আ. মন্নান খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি অভিযোগ করেন, রাজাপুর ৪৭ নং মৌজার এস, এ ১৯৫৫ খতিয়ানের ৭৮৫ নং দাগের ৩৮ শতাংশ আমজেদ আলী হাওলাদারের ছেলে সামিউল আউয়াল, তারিকুল আউয়াল ও ফুয়াদ মাহামুদের নিকট হতে বিগত ২০১৪ সালের ১৪ এপ্রিল রাজাপুর এস.আর অফিসের ১০২৪ নং রেজিস্ট্রিকৃত ব্যাপক ক্ষমতা সম্পন্ন অফেরতযোগ্য আমমোক্তারনামা দলিলমূলে মালিক দাতাগণের পক্ষে আমমোক্তার মো. মাহবুবুর রহমানের কাছ থেকে ৩৮ শতাংশ জমি দলিলমূলে ক্রয় করেন আ. মন্নান খান, তার স্ত্রী মোসা. দিলরুবা বেগম, জামাতা মো. জাহাঙ্গীর হোসেন ও বড় মেয়ে মোসা. ফাতিমা আক্তার। এলাকার মৃত আহম্মদ আলী হাওলাদারের ছেলে প্রতিপক্ষ তোফাজ্জেল হোসেন, তার ছেলে মো. আহসান হাবিব রুবেল ও মো. রাজুসহ একটি চক্র উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রাখে এবং তাদের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ওই জমিতে বিল্ডিং নির্মাণ করার জন্য গত ১৪ মার্চ ইট, বালি, সিমেন্ট, রডসহ মালপত্র এনে রাখেন এবং চাঁদা দিতে অস্বীকার করিলে ১৭ মার্চ দুপুরে ২ লাখ টাকার নির্মাণ সামগ্রী লুটে নেয়। এ ঘটনায় তোফাজ্জেল, রুবেল ও রাজু নাম উল্লেখসহ আরও ১৫/২০ জনের নামে ২০ মার্চ রাজাপুর থানায় মামলা করেছেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল ও তার পিতা তোফাজ্জেল হোসেনকে কারাগারে পাঠায়। এদিকে এসব হয়রানি ও ক্রয়কৃত জমিতে নির্বিগ্নে বসতঘর নির্মাণ করে বসবাস করতে পারে এ জন্য প্রশাসনসহ সকলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ