বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষক যোগদানকে কেন্দ্র করে দু’টি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ১১টায় উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেত্রী। অপরদিকে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলানোর চারদিনের মাথায় গতকাল ১টায় তারারুন্দিয়া ইউনিয়নের পলাশকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মঞ্জুরুল হাসান ওরফে ফরহাদ তার স্ত্রী শারমিন আক্তারকে আনার চেষ্টা করেন। শারমিনকে বালিহাটা বিদ্যালয়ে আনতে সুপারিশ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন্নাহার। কিন্তু শূন্যপদে নতুন শিক্ষক নিলুফা ইয়াসমীন নামের এক শিক্ষক নিয়োগ পান। গতকাল বুধবার নিলুফা ইয়াসমীন বালিহাটা বিদ্যালয়ে যোগদান করতে আসবেন এই খবরে যোগদান ফেরাতে দুপুর সোয়া ১১টায় বিদ্যালয়ে এসে পাঠদান বন্ধ করে তালা ঝুঁলিয়ে দেন সভাপতি আওয়ামী লীগ নেত্রী লুৎফুন্নাহার। ওই সময় সভাপতির সাথে আসা কয়েকজন দুর্বৃত্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ আলীকে মারধর করেন।
বালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেত্রী লুৎফুন্নাহার বলেন, তার সুপারিশ করা শিক্ষককে না আনায় তিনি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিষয়টি উপজেলায় বসে মীমাংসার জন্য।
অপরদিকে তারুন্দিয়া ইউনিয়নে পলাশকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আবেদন করে বঞ্চিত হয়ে বিক্ষুদ্ধ শিক্ষকের লোকজন বিদ্যালয়ে ৪দিন তালা ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে সাজিদ আরা সুলতানা লাভলী ও রহিমা খাতুন নামের দুইজন শিক্ষক বদলির আবেদন করলে বয়স বিবেচনায় সাজিদ আরা সুলতানা লাভলী বদলির আদেশ পান। গত রোববার বিদ্যালয়ে যোগদান করতে গেলে যোগদান ঠেকাতে বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী সিদ্দিক বলেন, পলাশকান্দা বিদ্যালয়েল তালা খুলে দেয়া হয়েছে। বালিহাটা বিদ্যালয়ে তালা দেয়ার ঘঠনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।