Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠালিয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হোটেল ব্যবসায়ীর

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দু’পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়ায় এক হোটেল ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দু’পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় উপজেলার সাতানী বাজার সংলগ্ন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। হোটেল বন্ধ করে মালিক শাহাদৎ হোসেন (৪২) বাড়ি ফেরার পথে ৬-৭ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায় এবং হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে তার দুটি পা ভেঙে দেয়। পরে হামলাকারীরা শাহাদৎকে রাস্তায় ফেলে রেখে স্থানত্যাগ করে। গুরুতর আহত শাহাদাতকে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেড্যিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ