রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় গতকাল বুধবার ভোর রাতে এক পল্লী চিকিৎসকের বাড়িতে দিনমজুর খুন হয়। এসময় বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের পল্লী চিকিৎসক সাইদুর ইসলামে বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করছিল দিনমজুর সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার মুনামারা গ্রামের মৃত গোলাই মোল্লার ছেলে আতাউর রহমান (৫৫)। ঘটনার দিন সাইদুর রহমান বাড়িতে না থাকায় রাতে কোন এক সময় প্রতিপক্ষরা আতাউরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার পর বাড়িতে অগ্নিসংযোগ করে একটি চার চালা টিনের ঘর পুড়িয়ে দেয়। স্থানীয়রা বাড়িতে আগুন দেখে পল্লী চিকিৎসককে খবর দেন। তিনি বাড়িতে এসে উঠানে দিনমজুর আতাউর রহমানের লাশ দেখতে পান। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করে। এদিকে হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে সুজানগর উপজেলার চিনাখড়া গ্রামের মৃত চমন সরদারের ছেলে সালাম কশাই (৫২)কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাবনা সহকারী পুলিশ সুপার (অপরাধ জোন) গৌতম কুমার বিশ্বাস, র্যাব-১২ এর উপসহকারী পরিচালক মিজানুর রহমান, পাবনা সদর এএসপি সার্কেল ফিরোজ কবির ও সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে সাইদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত বাবর আলীর ছেলে খাালেক গংদের সাথে নিজ বাড়ি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে হত্যাকাÐ সংগঠিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মাশলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।