রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাঈদ মেহেদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের আটজন মেম্বার। নীতি বহির্ভূতভাবে চেয়ারম্যান- অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ, আত্মীয়করণ, ক্ষমতার অপব্যবহার করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম। এ সময় ওই পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য সাদেক আলি, ৮নং ওয়ার্ড সদস্য ফেরদৌস মোড়ল, ৩নং ওয়ার্ড সদস্য জি.এম রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ড সদস্য কাজী হাফিজ উদ্দিন, ৯নং ওয়ার্ড সদস্য আকবর হোসেন, ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া সুলতানা এবং ৪, ৫, ৬ নং ওয়ার্ড সদস্য হামিদা সুলতানা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মেম্বারগণ জানান, সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তিনি দলীয় প্রভাব খাটিয়ে একের পর এক সরকারি বিধি লঙ্ঘন করে চলেছেন। মেম্বারদের রেজ্যুলেশনবিহীন উপজেলায় ভিজিডি তালিকা জমা দিয়ে তা পাস করিয়েছেন। ওয়ার্ড কমিটির সদস্য মেম্বারদের না নিয়ে কমিটি গঠন এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কার্ড তৈরি করে তা একই ব্যক্তির নামে একাধিক কার্ড তৈরি করেছেন তিনি। এ বিষয়ে চেয়ারম্যান সাঈদ মেহেদী মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে আনীত সকল অভিযোগ মিথ্যা। ইউপি সদস্য নজরুল তার অপকর্ম ঢাকতে এমন অভিযোগ তুলেছেন। কালিগঞ্জ উপজেলা আ.লীগের এক নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এই নেতাই নাটের গুরু। সেই এসব করাচ্ছেন তার বিরুদ্ধে। তিনি বলেন, নিয়ম মেনে এবং ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি তৈরি করে হতদরিদ্রদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে, যা আমার নির্বাচনী ইশতেহারে ছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।