Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে অজ্ঞাত ২ কিশোরের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীতে ১৫ ও ১৩ বছর বয়সী অজ্ঞাত ২ কিশোরের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে জেলার ডোমার উপজেলার মির্জাগঞ্জ বাজারের গেউরিয়া রেল ঘুন্টি এলাকার রেল লাইনের উপর হতে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাদেরকে হত্যার পর লাশ দুটি রেল লাইনে ফেলে রাখা হয়েছে। জানা যায়, বুধবার সকালে এলাকাবাসী ওই স্থানে লাশ দুটি পরে থাকতে দেখে ডোমার থানা পুলিশে খবর দেয়। বিষয়টি রেল পুলিশের তত্বাবধানে থাকায় ডোমার থানা পুলিশ রেল পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থল হতে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। একটি লাশের পড়নে ছিল ছাই রঙের প্যান্ট ও গেঞ্জী এবং লাল রঙের জ্যাকেট। এ লাশের মাথার পিছনে দায়ের কোপের চিহৃ সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। অপর লাশের পড়নে রয়েছে কালো রঙের প্যান্ট, হলুদ ও খয়েরী রঙের গেঞ্জী। এ লাশের একটি পা ভাঙ্গা, মুখ দিয়ে রক্ত ঝরছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। লাশের পাশে সৈয়দপুর দোকান মালিক সমিতির একটি ভিজিটিং কার্ড পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে এরা দুজনেই হয়তো সৈয়দপুর উপজেলার বাসিন্দা ও কোন দোকানের শ্রমিক। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ