Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক গণধোলাইয়ের পর থানায় সোপর্দ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা : দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারীর উপর হামলাকারী কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের সেই টপ টেরর মাদক স¤্রাট মহিউদ্দিন ওরফে ইয়াবা মহিউদ্দিন অবশেষে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে। আওয়ামী নামধারী সন্ত্রাসী মহিউদ্দিন গত মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর বাজারের ঢেউটিন ব্যাবসায়ী মোয়াজ্জেমের দোকানে গিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে তা দিতে অপরাগতা প্রকাশ করায় জোরপূর্বক ক্যাশ থেকে টাকা নেয়ার চেষ্টা করে। ব্যবসায়ী শামীমের চিৎকারে আশপাশের লোকজন এসে সন্ত্রাসী মহিউদ্দিনকে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। জানা যায়, মাদক স¤্রাট মহিউদ্দিনের অত্যাচারে অতিষ্ঠ ছিল উপজেলার গৌরীপুর এলাকার কয়েকটি গ্রামের সাধারণ নিরীহ মানুষ। এমন কোন অপরাধ নেই যা মহিউদ্দিন করেনি। তবে সন্ত্রাসী মহিউদ্দিনের মূল পেশা হলো চাঁদাবাজি ও মাদক ব্যবসা। সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এসব অপরাধ সে অব্যাহত চালিয়ে যাচ্ছে। এলাকায় তৈরী করেছে মাদকের এক বিশাল সিন্ডিকেট। এগুলোর নিয়ন্ত্রণের জন্য তার সাথে রয়েছে সন্ত্রাসী বাহিনী। সড়ক ও জনপথের সম্পত্তি দখলের অভিযোগে পুলিশ কয়েকবার আটক করলেও অজ্ঞাত কারণে ছাড়া পেয়ে যায়। স্থানীয় সাংবাদিকের উপর হামলা করে মামলা হওয়ার পরও প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ানোয় জনমনে প্রশ্ন উঠেছে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র সন্ত্রাসী মহিউদ্দিনের এত ক্ষমতার উৎস কোথায়? উল্লেখ্য, মাদক স¤্রাট মহিউদ্দিনের এসব কর্মকাÐের অনুসন্ধান করতে গিয়ে গত বছর ২ অক্টোবর দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি জাকির হোসেন হাজারী তার হামলার শিকার হয়ে ৬ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ