Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিত্যক্ত ভবনে খাদ্যগুদামের কার্যক্রম বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর নলিয়াগ্রাম খাদ্যগুদাম ভবনের এখন বেহাল দশা। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত এ ভবনেই চলছে খাদ্যগুদামের সব ধরনের কার্যক্রম। এ অবস্থায় চলতে থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ১৯৬২ সালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের নলিয়াগ্রাম রেলস্টেশনের পাশে খাদ্যগুদামটি স্থাপন করা হয়। এক একর ২০ শতাংশ জমিতে গড়ে ওঠা খাদ্যগুদামের তিনটির মধ্যে একটি অংশে কর্মকর্তার জন্য অফিস কাম বাসভবন ও কর্মচারীদের জন্য দুটি আলাদা একতলা ভবন রয়েছে। এখান থেকেই উপজেলার সাতটি ইউনিয়নে মালামাল সরবরাহ করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় কর্মকর্তার অফিস কাম বাসবভন ও কর্মচারীদের বাসভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে রড বের হয়ে গেছে, পিলারে ফাটল দেখা দিয়েছে। নলিয়াগ্রাম খাদ্যগুদাম নিরাপত্তা প্রহরী নাজমুল সেখ বলেন, বৃষ্টির সময় ঘরে পানি পড়ে। পলিথিন টানিয়ে রাখতে হয়। মাঝেমধ্যে পলেস্তরা খসে খসে পড়ে। আবার বাইরেও কোনো সীমানাপ্রাচীর নেই। সব মিলিয়ে এখানে বসবাসের অবস্থা খুব খারাপ সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। নলিয়াগ্রাম খাদ্যগুদাম হেন্ডলিং এজেন্ট ও স্থানীয় ব্যবসায়ী গোবিন্দ কুমার বিশ্বাস বলেন, খাদ্যগুদাম এলাকাটি সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু গুদামের এক পাশে প্রাচীর দেয়া আছে। এ অবস্থায় যে কেউ ইচ্ছামতো গুদাম এলাকায় ঢুকতে পারে। রাতে শিয়াল ও কুকুর জটলা পাকায়। সীমানা প্রাচীর না থাকায় খাদ্যগুদামটি রয়েছে সম্পূর্ণ অরক্ষিত। নলিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বরকত বলেন, কয়েক মাস আগে গুদাম পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি দ্রæততম সময়ের মধ্যে দরপত্র আহŸান করে ভবনটি সংস্কারের বিষয়ে আশ্বস্ত করেছিলেন। এছাড়া ঊর্ধŸতন কর্তৃপক্ষকেও ভবনটি অবস্থা লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ফল পাওয়া যায়নি। জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রহমান বলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরিদর্শনের পর অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যগুদামটির সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। চলতি অর্থবছরেই নির্মাণ কাজ শুরু হবে, নিরাপত্তায় দেওয়া হবে বাউন্ডারি ওয়াল। দ্রæত সময়ের মধ্যে নলিয়া খাদ্যগুদামের বাসভবনসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ হবে এমনটা আশা সংশ্লিষ্টদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ