Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চাটমোহরে কৃষি জমিতে বাড়ছে পুকুর খনন

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে সরকারি বিধি-নিষেধ তোয়াক্কা না করে সর্বত্রই কৃষি জমিতে অপরিকল্পিতভাবে বাড়ছে পুকুর খননের কাজ। প্রান্তিক কৃষকেরা অধিক লাভের মোহে পড়ে তাদের তিনফলা ফসলি জমিতে খনন করছে পুকুর। আগে যেখানে, নিচু ভ‚মি, জলা জায়গা বা ডোবা-নালার সংস্কার করে পুকুর তৈরি করা হতো সেখানে এখন ফসলি জমিতেই তা করা হচ্ছে। এতে করে মাছের যোগান বাড়লেও চাপ পড়ছে খাদ্যশস্যের উৎপাদনে। মাছ মানবদেহের আমিষের চাহিদা মেটানোর অন্যতম প্রধান উপাদান হলেও এভাবে তিনফসলি জমি কেটে পুকুর তৈরি করায় উপজেলার খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। তা ছাড়া এসকল নতুন তৈরি পুকুরগুলোতে প্রথমেই অধিক মৎস্য উৎপাদনের আশায়, মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ব্রয়লার ও লেয়ার মুরগির বিষাক্ত বিষ্ঠা ও মানব দেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কৃত্রিম খাবার, যা মাছকে খাবার হিসাবে গ্রহণ করার মাধ্যমে মানব দেহে প্রবেশ করে তৈরি করছে নানা শারীরিক জটিলতা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, কোনো জমির শ্রেণী পরিবর্তন করতে হলে সরকারি অনুমতি নিতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া কৃষি জমি খনন করে পুকুর বা জলাশয় বানালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ