বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় চাচাকে হত্যার দায়ে ভাতিজা রাজুকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, রাজুর মা আনজেলাকে চাচা আলতাফ হোসেন এবং চাচী শেফালী প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করতেন। এ ঘটনায় গ্রাম্য শালিস চলার সময় চাচা আলতাফ তার মাকে চরিত্রহীনা বলে অপবাদ দেন। এতে রাজু ক্ষোভে ২০১৩ সালের ৯ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া পান হাটে চাচা আলতাফকে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত আলতাফের স্ত্রী শেফালী বাদী হয়ে কুষ্টিয়ার ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ইবি থানার এ হত্যা মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় দুপুরে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাজু আদালতে উপস্থিত ছিলেন।
এ রায়ে নিহতের স্ত্রী ও মামলার বাদী শেফালী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।