বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তানিয়া নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের সফুরা খাতুন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলস গার্মেন্টসের হেল্পার ছিলেন।
তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুণ্ডা এলাকার স্থায়ী বাসিন্দা স্বামী রাজন হোসেনের স্ত্রী। তবে তারা ফতুল্লা থানাধীন রঘুনাথপুর সাইনবোর্ড এলাকায় বসবাস করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাস স্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে চড়ে তানিয়া আদমজী ইপিজেডে আসছিল। তাদের বহনকারী ইজিবাইকটি সফুরা খাতুন স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেকার পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তানিয়া নিহত হয়। এ সময় আহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।